গাংনী প্রতিনিধি: যতোদিন বাঙালিদের মাঝে প্রেম থাকবে, ততোদিন মান্না দে তাদের মাঝে বেঁচে থাকবেন। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। মান্না দে’র অবদান সমাজ থেকে কোনোদিনই ফুরাবেনা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দে’র মহাপ্রয়াণে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর গাংনীতে ভক্তদের আয়োজিত আলোচনাসভায় বক্তারা এমন অভিব্যক্তি প্রকাশ করেন। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছদুল আলম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। উপস্থিত ছিলেন প্রভাষক মহিবুর রহমান মিন্টু, নারীনেত্রী নুরজাহান বেগম, আজিজুল হক রানু, সঙ্গীত শিল্পী আশরাফ মাহমুদ, সাংবাদিক জুলফিকার আলী কানন, আমিরুল ইসলাম অল্ডাম, মাহবুব আলম, হাঙ্গার প্রজেক্টের হেলাল উদ্দীনসহ সঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি শোক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।