টিপ্পনী

টিপ্পনী

খবর: (আলমডাঙ্গার আলিয়াট নগরে ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ চাচা আহত)

 

চাচার মাথায় মারলে লাঠি

লোকটা তুমি বেজায় খাঁটি

ভাঙতে হবে দাঁতের পাটি

তোমার-

ফেরত পাবে ও মার।

 

বুড়ো চাচার গায়ে মারো

কিভাবে তা করতে পারে

তোমরও তো বাজবে বারো

এবার-

কী হবে কও সেবার?

 

উল্টে যাবে হাটে হাঁড়ি

ভাঙবে তোমার দাঁতের মাড়ি

কেন তোমার বাড়াবাড়ি

বলো-

ভালো হয়ে চলো!

 

 

আহাদ আলী মোল্লা

 

 

 

Leave a comment