মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রাম থেকে ১শ গ্রাম গাঁজাসহ রশিদ (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে ভবেরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই সুলতান মাহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভবেরপাড়া বাজারে অভিযান চালান। এ সময় সেখান থেকে রশিদকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল তার নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।