দামুড়হুদার বাড়াদী সীমান্তে পতাকা বৈঠক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় মুন্সিপুর ৮১/১৪ আরএস পিলারের নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষে বাড়াদী ক্যাম্পের বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোসলেম উদ্দীন। অন্যদিকে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন গোবিন্দপুর ক্যাম্পের কমান্ডার এসআই ওমরিদ্দী। ৬ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচার রোধ, সীমান্তে পিলার চেকিং ও দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবসহ বিরজমান সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।