ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর শুরু হবে। এবার ১৬ শ ৯৫ আসনের বিপরীতে মোট ৬৪ হাজার ৭৮০ আবেদন জমা পড়েছে। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এ বছর ‘এ’ ইউনিটে ২শ ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ১শ ৫৯ জন। এ ইউনিটে প্রতি আসনে লড়বে ৯ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে ৩শ ২০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ২শ ৮০ জন ভর্তিচ্ছু। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেবেন ৪৫ জন ভর্তিচ্ছু। ‘সি’ ইউনিটে ২শ ২৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৯শ ৬৬ জন। ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৫৮ জন। ‘ডি’ ইউনিটে ১শ ৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ৪শ ৯৪ জন। প্রতি আসনে লড়বে ৬৬ জন। ‘ই’ ইউনিটে ১শ ৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ২শ ৫ জন। ‘ই’ ইউনিটে প্রতি আসনে সর্বোচ্চ সংখ্যক ৬৯ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ‘এফ’ ইউনিটে ১শ আসনের বিপরীতে ২ হাজার ১০ জন আবেদন করেছেন। ‘এফ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ২১ জন। ‘জি’ ইউনিটে ৩শ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৬শ ৬১ জন। ‘জি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী। ‘এইচ’ ইউনিটে ১শ ৪০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫ হাজার ৬শ ১ জন ভর্তিচ্ছু। ‘এইচ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন শিক্ষার্থী।