মাথাভাঙ্গা মনিটর: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিতর্কিত এমপি সাক্ষী মহারাজ গরু হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিধান করে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। গরুর সুরক্ষার দাবি জানিয়ে তিনি বলেন, গরু জবাই করার বিরুদ্ধে কঠোর আইন করা উচিত যার মাধ্যমে দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হবে। এর আগে কয়েকদিন আগে হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেছিলেন, মুসলিমদের গরুর মাংস খাওয়া ছাড়া দেয়া উচিত। তার বক্তব্যকে সমর্থন করেন সাক্ষী মহারাজ। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের বিজেপির এমপি আরেক মুসলিম সদস্য শেখ আবদুল রশিদকে পেটানোর ঘটনাকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করেছেন। রশিদের অপরাধ ছিলো কাশ্মীরের হাইকোর্টে গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে তিনি নিজের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গরুর মাংসের আয়োজন করেছিলেন। শুধু তাই নয় হিন্দু মহাসংঘের সভায় তিনি বলেছেন রামের জন্মভূমি অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নরেন্দ্র মোদির সরকারের বর্তমান মেয়াদেই রাম মন্দির স্থাপন করা হবে। তিনি বলেন, এটা হয়তো আজ বা কালের মধ্যে হবে না। তবে মোদির সরকারের আমলেই শ্রী রাম মন্দির তৈরি করা হবে। আমরা আমাদের মেয়াদের মাত্র এক বছর পার করেছি, আরো চার বছর বাকি আছে এখনো।