কপ্পুর তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন

মাথাভাঙ্গা মনিটর: ঘূর্ণিঝড় কপ্পুর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিপাইন। এতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে হাজার-হাজার মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গতকাল রোববার সকালে বিশালাকৃতির এবং ধীরগতির টাইফুনটি লুজোন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। ঝড়ের ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় ৪ মিটার (১২ ফুট) পর্যন্ত উঁচু পর্যন্ত ঢেউ দেখা দিয়েছে। কপ্পুর আঘাতের ফলে আগামী তিনদিন মুষলধারে বৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে বড় ধরণের বন্যা এবং ভূমিধ্বসেরও আশঙ্কা করা হচ্ছে। সরকারের প্রধান দুর্যোগ সংস্থার প্রধান আলেকজান্দ্রার পামা বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় লুজনে অন্তত ১০,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড়ে ভারি বর্ষণের পাশাপাশি বাতাসের তীব্রতা ছিলো ঘণ্টায় ২১০ কিলোমিটার। তবে উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় কপু স্থানীয়ভাবে লান্দো নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যৌথ টাইফুন ওয়ার্নি সেন্টার জানায়, ঘণ্টায় একশ পঞ্চাশ মাইল বেগে টাইফুনটি আঘাত হানে। এ সময় এটি ক্যাটাগরি ৪ হারিকেনে রুপ নেয়। যা দেশটির গত পাঁচ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়।