মেহেরপুর প্রতিনিধি: মানসম্মত শিক্ষক, বর্তমান চিত্র ও আগামী প্রজম্মের জন্য ভাবনা শীর্ষক এক মতবিনিময়সভা গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মউকের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় মউক এ সভার আয়োজন করে।
সমাজসেবক আকবর আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহা. ওলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম ও গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুস।
সভায় মানসম্মত শিক্ষক, বর্তমান চিত্র ও আগামীতে শিক্ষকদের জন্য করণীয় বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি সভাপতি, জনপ্রতিনিধি, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি মতবিনিময়সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।