আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সাবেক জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার আলমডাঙ্গা কমিনিউটি সেন্টারে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চিৎলা উইনয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাবেক আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার শাহিন রেজা শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ফিরোজ, জিয়াউর রহমান জিয়া, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুকুল, সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলম হোসেন। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দ, পৌর ছাত্রলীগের সহসভাপতি শাহাবদ্দিন, প্রচার সম্পাদক তসবির প্রমুখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে জেলা যুবলীগকে সুসংগঠিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কবীরের বাড়িতে বোমা হামলার প্রতিবাদ জানানো হয়।