মঙ্গলে এবার মিললো বৌদ্ধমূর্তি!

মাথাভাঙ্গা মনিটর: মঙ্গলেও জীবন ছিলো। কালের নিয়মে তা হারিয়ে গেছে। সদ্য পাওয়া এক ছবি ঘিরে ফের বুক বাধছেন অনেকে। ছবিতে দেখা গেছে, মঙ্গলের মাটিতে এক বৌদ্ধমূর্তি। দেখতে অবিকল মানুষের মতো। রয়েছে হাত, পা, মুখ, বক্ষ যুগল ও কাঁধ। বৌদ্ধমূর্তির কায়দায় বসে থাকা ওই অবয়বের ছবিই বর্তমানে ইন্টারনেট জুড়ে সাড়া ফেলেছে। এ বিষয়ে নাসার মতামত কি? নাসা তরফে এখনও এ ব্যাপারে মুখ খোলা হয়নি। ইউএফও’র খোঁজ চালায় এমন এক সংস্থা UFO Sightings Daily প্রথম তাদের পত্রিকায় মঙ্গলের মাটিতে এই মূর্তি দেখতে পায়। এর পরে তারা দাবি করে, সমস্তটাই নাসার জানা। কিন্তু নাসা কিছুই জানাচ্ছে না সাধারণ মানুষকে। মঙ্গলে জীবন থাকার নানান প্রমাণ পেয়েছে নাসা। UFO Sightings Daily-এর দাবি, নাসা নিজেদের এক্সক্লুসিভনেস বজায় রাখতে কোনো তথ্যই প্রকাশ করছে না। তবে এটাই প্রথম নয়, এর আগে মঙ্গলের মাটিতে জীবনের ছাপ থাকার বেশকিছু প্রমাণ মিলেছে। কিছুদিন আগেই যেমন দেখা গিয়েছে, ওবামা’স হেড (এক পিশাচরূপী মানুষের মাথা), তেমনই মিলেছে কাঁকড়া-বিছের জীবাশ্ম। মিলেছে ভাসমান চামচ।

Leave a comment