মার্কিন কারাগারে আমরণ অনশনে ৮২ বাংলাদেশি

 

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে আমারণ অনশন শুরু করেছে ৮২ বাংলাদেশি। গত বুধবার থেকে টেক্সাসের ‘এল পাসো’ কারাগারের ওই ৮২ বন্দি আমরণ অনশন ধর্মঘটে যান। এর আগে তারা সবাই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের সে আবেদন নাকচ করে দিচ্ছে এমন খবরে তারা অনশন শুরু করেন। অভিবাসন বিরোধীরা এ সব বাংলাদেশিকে ভিনগ্রহের আগন্তুক আখ্যা দিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠাতে চাপ সৃষ্টি করে আসছে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা ডেজিজ রাইসিং আপ অ্যান্ড মুভিং (ড্রাম) এর কর্মী কাজী ফৌজিয়া অনশনরত বাংলাদেশিদের উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলনকারীরা বলছেন, আমাদের হারানোর কিছু নেই। আর তাই আমরা এখন আন্দোলনে। কাজী ফৌজিয়া আরও জানান, চার মাস থেকে শুরু করে বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন ওই ৮২ বাংলাদেশি। নিজেদের বিএনপির কর্মী দাবি করে দেশে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে যুক্তিতে তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। তবে মার্কিন অভিবাসন সংস্থা ও হোমল্যান্ড সিকিউরিটি’র কাছে বিএনপি সন্ত্রাসী সংগঠন বলে অভিযোগ রয়েছে। তাই প্রায় দু মাস আগে থেকে তাদের ওই আবেদন বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এদিকে, বিএনপির বিরুদ্ধে ওঠা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অভিযোগ খারিজ করে দিয়েছে ‘ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্ট অব ন্যাশনাল ল’য়ার্স গিল্ড’।