নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ৪২

মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় ৪২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির মাইদুগুরি নগরীর একটি মসজিদে গত বৃহস্পতিবার দু আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়। তবে দেশটির কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ৩০ বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মুসুল্লিরা মাগরিবের নামাজ পড়ছিলেন। ঘটনাস্থলের কাছেই অবস্থিত এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মুহতারি আহমাদু  বলেন, এ হামলায় মসজিদের সব মানুষ মারা গেছে। একজনও প্রাণে রক্ষা পায়নি। আমাদু মারতে বলেন, আমরা মসজিদের বাইরে ৪২ জনের মৃতদেহ দেখেছি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে এ ঘটনার সাথে বোকো হারামের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে। বোর্নো রাজ্য পুলিশ নিশ্চিত করেছে, যে মসজিদটিতে জোড়া বোমা হামলা চালানো হয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণের পর মসজিদটি ধসে গেছে এবং এ ঘটনায় নামাজরত বহু লোক আহতও হয়েছে। বিবৃতিটিতে আরো বলা হয়, এ ঘটনায় আহতদের ইউএমটিএচ (ইউনিভার্সিটি অব মাইদুগুরি টিচিং হসপিটাল) এবং মাউদুগুরি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।