মাথাভাঙ্গা মনিটর: অনুচিত মন্তব্যের জন্য ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার বিনোদ ফাড়কেকে জরিমানা করেছে আইসিসি। ক্রিকেট ম্যানেজারের কাজ দলের শৃঙ্খলাসহ সবদিক দেখভাল করা। কিন্তু প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় ফাড়কের জরিমানা হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে শেষে প্রকাশ্যে ভারতীয় আম্পায়ার বিনিত কুলকার্নির আম্পায়ারিঙের সমালোচনা করে ফাড়কে সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘অধিনায়কের প্রতিবেদন আমি দেখিনি, তবে আমার প্রতিবেদনে অবশ্যই তার (আম্পায়ার) কথা লিখবো। সবাই দেখেছে যে আম্পায়ারিং ভালো হয়নি।
এ মন্তব্যের পর ফাড়কের বিরুদ্ধে অভিযোগ আনে ম্যাচের ‘প্লেয়িং কন্ট্রোল টিম’। ফাড়কে দোষ স্বীকারে অস্বীকৃতি জানান। গত বুধবার ইন্দোরে দ্বিতীয় ওয়ানডে শেষে ফাড়কের বিরুদ্ধে অভিযোগের শুনানি করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। গতকাল বৃহস্পতিবার জানানো হয় রায়, ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিলো না বলে খবর প্রকাশ করেছিলো বিভিন্ন সংবাদ মাধ্যম।