আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন জহির খান

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের বা হাতি ফাস্ট বোলার জহির খান। গতকাল বৃহস্পতিবার একটি ঘোষণার মাধ্যমে তিনি এই কথা জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসার আগেই খবরটি ফাঁস করেন আইপিএল প্রধান রাজীব শুক্লা।

গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এ খবর দেন রাজীব। ভারতীয় ক্রিকেটে জহির খানের যথেষ্ট অবদান রয়েছে। টেস্টে ৩১১ আর ওয়ানডেতে ২৬৯ উইকেট শিকার করেছেন অন্যতম সেরা এ পেসার। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সর্বোচ্চর উইকেটশিকারী ছিলেন এ বাঁহাতি। বলে রাখা ভালো, ভারতের সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে চার নম্বরে রয়েছেন তিনি জাতীয় দল থেকে বাদ পড়ার পর অনেকটাই অবহেলায় কেটেছে তার সময়। কখনো পারফরম্যান্স করেও হারানো জায়গাটা ফিরে পাওয়া হয়নি তার। ক্রিকেটকে বিদায় জানানোর সময়ে একটি বিবৃতিতে তিনি বলেন, গত দুই দশক ধরে ক্রিকেটই শুধু আমার জীবন ছিলো। আমি ব্যক্তি হিসেবে যা অর্জন করেছি তা ক্রিকেটের কারণেই। আমি অনেক অসাধারণ স্মৃতি, জীবন বদলে দেয়া অভিজ্ঞতা ও দারুণ বন্ধুত্ব সাথে নিয়ে বিদায় নিচ্ছি। আমার মা ঠিক ভাবেই আমার অবসরের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, তোমার সফরটা অনেক ভালো ছিলো। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলার ব্যাপারে আশাবাদী জহির খান।