কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সদাবরী গ্রামসহ প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির মাঝে মাঝে বড় বড় খানাখন্দে ভরা। এতে প্রতিনিয়তই এ রাস্তা দিয়ে চলাচলকারীদের ভোগান্তি পোয়াতে হচ্ছে।
উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকার দুর্গাপুর হতে সদাবরী, বুইচিতলা, ফুলবাড়ি, বড়বলদিয়া, চাকুলিয়াসহ প্রায় ১০টি গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার দুর্গাপুর হতে প্রায় ৪ কি.মি. রাস্তার মাঝে মাঝে ইট উঠে গিয়ে ১ হতে ২ ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মরসুমে এসব গর্তে পানি জমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিন যাবৎ এসব বড় বড় গর্তসহ রাস্তা সংস্কার না করায় দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে।