কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতির নির্বাচনী তফশিল ঘোষণা

কুড়লগাছি প্রতিনিধি: কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। নির্বাচনে ৯টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৬ জন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচরণা। নির্বাচন পরিচালনার জন্য গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নাজির হোসেন, সদস্য গোলাম মর্তুজা ও সদস্য হরুনার রশিদ। গত ২৮ সেপ্টেম্বর নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফশিল অনুযায়ী ৫ ও ৬ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ১২ অক্টোবর মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, ১৩ অক্টোবর মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি, ১৯, ২০ ও ২১ অক্টোবর আপিল আবেদনের ওপর শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত, ২১ অক্টোবর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ২৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ৩০ অক্টোবর ১৩তম ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে ওসমান গনি, মিজানুর রহমান ও ইদিস্র আলী, সহসভাপতি পদে আ. মজিদ, ফিরোজ মুন্সি ও শওকত আলী, ম্যানাজার পদে আ. হাকিম, আফতাব উদ্দীন ও আশরাফুল জাকির এবং সদস্য পদে মোট ৯টি ওয়ার্ডে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এদের মধ্যে ১নং ও ৮নং ওয়ার্ডে ১ জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ অক্টোবর সমিতির নিজ কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।