ফিরেই বিতর্কে তিন্নি

tinni

স্টাফ রিপোর্টা: ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীনই বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন মডেল-অভিনেত্রী শ্রাবন্তী দত্ত তিন্নি। এরপর অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে এবং পরে ডিভোর্স- এমন অসংখ্য ঘটনার জন্ম দেয়া এ অভিনেত্রী এক সময় মাদকের ভয়াল থাবায় গ্রাস হয়ে মিডিয়া থেকে হারিয়ে যান। মাঝে তার একটি জীর্ণ-ভাঙা শরীরের একটি ছবিও প্রকাশ পেয়েছিলো বিভিন্ন গণমাধ্যমে। তখন তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। নিজের ইচ্ছাশক্তি এবং ডাক্তারদের চেষ্টায় অবশেষে সুস্থ হয়ে দীর্ঘ কয়েক বছর পর মাসখানেক আগে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও মিডিয়ায় ফিরেছেন তিন্নি। ফিরেই খবরের শিরোনাম হচ্ছেন এ অভিনেত্রী। খবরের শিরোনাম সেই পুরনো কেচ্ছা-কাহিনী। শুধু পাত্রের জায়গায় নতুন নাম। কাজের ব্যাপারে আবারও সংবাদমাধ্যমের কাছে ধরা না দিলেও ব্যক্তিগত জীবনাচার নিয়ে ঠিকই ফের বিতর্কিত হওয়ার পথে তিন্নি। সম্প্রতি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আদনান হুদা সাদ নামে এক তরুণের সাথে ঘনিষ্ঠ কিছু পোস্ট করেছেন তিনি।