মেহেরপুর যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান করা হয়। এমপি ফরহাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যুব মহিলা আওয়ামী লীগ নেতা লতিফুন নেছা লতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা। বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সামিউন বাসিরা (পলি), যুগ্ম আহ্বায়ক অ্যাড. রুত শোভা মণ্ডল, মোছা. নার্গিস আরা, সদস্য সেলিনা আক্তার, রোকসানা কামাল, তকলিমা খাতুন, রোজিনা খাতুন, সোনিয়া আক্তার, শাহানা ইসলাম, তহমিনা খাতুন, সৈয়দা লুৎফুন্নাহার লতা, শাহিনা খাতুন, শাহানা ইসলাম, রোজিনা খাতুন, মনোয়ারা খাতুন, অর্জুনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি তার বক্তব্যে বলেন. প্রধানমন্ত্রীর প্রত্যাশা নারীর ক্ষমতায়নে বলিষ্ঠ নারী নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই আজ সময় এসেছে এ দেশের আর্থসামাজিক অবস্থার অগ্রগতির জন্য সকল স্তরের নারীদের এগিয়ে আসতে হবে। এদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই আমাদের নারী উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিশেষে তিনি যুব মহিলা লীগের সকল সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।