পূর্বকমলাপুর ব্রিজমোড়ে সামাজিক উন্নয়ন সংস্থা সাবাসের উদ্বোধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজমোড়ে সামাজিক কর্মদক্ষতা শিক্ষা আচরণ উন্নত ঐক্য সম্প্রদায়ের (সাবাস) আত্মপ্রকাশ ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বেলা ৩টার দিকে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি ছিলেন মফিজুর রহমান মফিজ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন খামিদপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, ডা. মকলেচুর রহমান, আব্দুল হান্নান, ইসলাম উদ্দিন, মজিবার রহমান লাড্ডু ও হাফিজুর রহমান বাবলু। উপস্থিত ছিলেন সাবাসের পরিচালনা কমিটির সদস্য মিরাজুল ইসলাম, বকুল, আশরাফ, শোভন, রোকন, পরিতোষ, লিটন, সাবান, শিপন, আরাফাত, ছোটন, হান্নান, মোহাম্মদ, জুয়েল, শিমুল, মিলন, লিটন, হাকিম, ভাষানী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিনামূল্যে গাছের চারা বিতরণ ও চিকিৎসাসেবা প্রদানের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাবাসের পরিচালক মাছুদুর রশীদ মাছুম।