স্টাফ রিপোর্টার: জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা কমিটির এক সভা গতকাল সকাল ১০টায় মউক আমঝুপির নিজ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা কমিটির সভাপতি মো. রফিক-উল আলমের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলার গত ২ মাসের নারী নির্যাতনের বিভিন্ন তথ্য উপস্থাপনসহ নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে জোরালো ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা কমিটির সদস্য সচিব মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি মোছা. নুর-জাহান খাতুন ও মো. আব্দুর রহিম। সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, লতিফন নেছা, আকবার আলী, শহিদুল্লাহ, মনজুর কাদির প্রমুখ। বক্তরা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নারী নির্যাতনের ঘটনা ঘটলে তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রস্তাব রাখেন।