সারাদেশে ৫০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপি ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়, আজ মঙ্গলবার থেকে সারাদেশে ১৭৩টি ট্রাকে করে এ পেঁয়াজ বিক্রি করা হবে।
এর মধ্যে ঢাকায় ২৪টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে আর বাকি জেলা সদরে ২টি করে ট্রাক থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়বে ৫০ টাকা। একজন গ্রাহক সর্বোচ্চ ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। কেজিপ্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকে। মূলত পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সরকার খোলাবাজারে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পেঁয়াজ ছাড়াও খোলা ট্রাকে চিনি ও সয়াবিন তেলও বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি দেশি চিনি ৩৭ টাকা দরে এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮৯ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি ও সর্বোচ্চ ১০ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।