মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলে পুনরায় ডাক পেয়েছেন ওসমান খাজা, জো বার্নস ও কেফি। অস্ট্রেলিয়া দলে আন্দ্রে ফেকেটে ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রোফট প্রথম বারের মতো দলে ডাক পেয়েছেন। নতুনদের মধ্যে ডাক পাওয়া ২২ বছর বয়সী বেনক্রোফট প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন। গত জুলাইয়ে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলেন। তাছাড়া মার্চে নিউ সাউথ ওয়েলসের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেও খেলেন ২১১ রানের ইনিংস।
তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, ৩০ বছর বয়সী ফেকেটের দলে সুযোগ পাওয়া। তাসমানিয়ার হয়ে ১৮টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি নিয়েছেন ৬২ উইকেট, গড় ২৬.৬৬। উল্লেখ্য, ডেভিড ওয়ার্নার ইনজুরির কারণে বাংলাদেশে আসছেন না। বাংলাদেশ সফরে বিশ্রাম দেয়া হয়েছে মিচেল জনসনকে। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের আসার পর ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৭ অক্টোবর ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রোফট, জো বার্নস, প্যাট্রিক কামিন্স, আন্দ্রে ফেকেটে, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কেফি, পিটার সিডল ও মিচেল স্টার্ক।