খবর: (অনুমোদনহীন ওষুধের দোকান বন্ধ করে দেবে সরকার)
বাঁচবে কি না ওষুধ খেয়ে
মরছে মানুষ বিছানায়-
মিছা নাই;
মুদির দোকান ওষুধ রাখে
খুঁজলে এসব জানা যায়-
মানা যায়?
রোগ-ব্যাধি সব দেহে ঢোকে
কদম ফেলে ইশারায়-
কী সরায়?
কারো কারো পোয়া বারো
করোর জীবন ডুবে যায়-
উবে যায়!
-আহাদ আলী মোল্লা