চুয়াডাঙ্গার হারদাচাঁদপুরে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ

 

বেগমপুর প্রতিনিধি: বাড়ির পাশের বিলে গোসল করতে যাবার সময় এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হারদাচাঁদপুর গ্রামের বিপুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তিতুদহ ক্যাম্প পুলিশের নিকট অভিযোগ করেছে যুবতীর পরিবার।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হারদাচাঁদপুর গ্রামের এক যুবতী বাড়ির পার্শ্ববর্তী বিলে গোসল করতে যায়। এ সময় একই গ্রামের আমজেদ হোসেনের ছেলে এক সন্তানের জনক বিপুল হোসেন (২৭) ওই যুবতীকে জাপটে ধরে শ্লীলতাহানির অপচেষ্টা চালায়। যুবতীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বিপুল সটকে পড়ে। এ ঘটনায় গতকাল বুধবার সকালে যুবতীর পরিবারের পক্ষ থেকে তিতুদহ পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিপুলের পরিবারের লোকজন বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে নেবো। এদিকে যুবতীর পরিবারের লোকজন পুলিশের নিকট অভিযোগ করায় বিপুলের হুমকিধামকিতে বাড়ি ছেড়ে পালিয়েছে যুবতী ও তার মা।