দর্শনা অফিস: দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা জয়নগরে অভিযান চালিয়ে রামনগরের ফজলুকে ফেনসিডিলসহ আটক করেছে। আটককৃত ফজলু ও এলাকার চিহ্নিত ফেনসিডিলকারবারী জামালসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বিজিবি। গত সোমবার রাত ১টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে নায়েক কাজি আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান দর্শনা পৌর এলাকার জয়নগর মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে আটক করেন দর্শনা রামনগর করিমপুরপাড়ার জাফর আলীর ছেলে ফজলুকে (৫৮)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ সময় পালিয়ে রক্ষা পায় জয়নগরের অভিযুক্ত ফেনসিডিলের পাইকারি কারবারী জামালসহ দুজন। আটককৃত ফজলুর কাছ থেকে উদ্ধার করা হয় ৭১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে আটককৃত ফজলু ও জয়নগরের মোরশেদ আলমের ছেলে পালাতক আসামি জামালসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে আটককৃত ফজলুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে- পাইকারি ফেনসিডিলকারবারী জামালের জোন হাজিরায় ভারত থেকে হয়তো ফেনসিডিল বহন করে আসছিলো ফজলু।