স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কোটালী গ্রামের আলোচিত ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ও হরিশপুর কমিউনিটি ক্লিনিকে চুরি মামলার সন্দেহজনক আসামি নাজমুল ও তার ভাগ্নে মামুনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফাতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের হাজি জালাল উদ্দীনের ছেলে নাজমুল হোসেন (৩২) ও নাজমুলের ভাগ্নে পাবনা ঈশ্বরদী স্কুলপাড়ার শুকুর আলীর ছেলে মামুনকে (৩৫) গত সোমবার বিকেলে হাজি জালাল উদ্দীনের বাড়ি থেকে বেগমপুর ক্যাম্প পুলিশের এএসআই লিটন গ্রেফতার করেন। পুলিশ ও এলাকাবাসী বলেছে, গ্রেফতারকৃত নাজমুল ও মামুন মামা-ভাগ্নে। তারা গত ১৪ আগস্ট হরিশপুর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনার সন্দেহজনক আসামি। এছাড়াও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।