জীবননগর ব্যুরো: সীমান্ত চোরাচালান ও নারী ও শিশুপাচার বন্ধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ধোপাখালী বটতলায় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ধোপাখালী বিজিবি বিওপির উদ্যোগে এ জনসচেতনতাসভার আয়োজন করা হয়। গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উথলী ইউপি সদস্য আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী, পল্লি চিকিৎসক সমিতির সভাপতি আবু জাফর আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ও রজিবুল ইসলাম। সভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট চোরাচালান বিরোধী কমিটি গঠনের প্রস্তাব গ্রহণ করা হয় বলে জানা গেছে।