জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ের অপরাধে বর-কনের পিতা-মাতাকে জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনের পরিবারের ৪ সদস্যকে ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১ মাসের করে জেল প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ এ রায় প্রদান করেন।

জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলাপাড়ার মো. ইউনুস আলীর মেয়ে উথলী বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুনের সাথে একই উপজেলার কাঁটাপোল গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে শিমুল হোসেনর (২৫) সাথে বিয়ের কথাবার্তা চলছিলো। এক পর্যায়ে গতকাল সোমবার দুপুরে বরপক্ষের লোকজন আনুষ্ঠানিভাবে কনের বাড়িতে হাজির হয়। পরে উভয় পরিবারের সদস্যদের সম্মতিতে বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল হাফিজ জীবননগর থানা পুলিশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন এবং বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দেন। পরে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতা ইউনুছ আলী, মাতা ইনাহার বেগম, ছেলের চাচা আব্দুর রাজ্জাক ও খালা সানজিদা খাতুনকে ১ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে এক মাসের করে কারাদণ্ডের আদেশ প্রদান করেন।