ভালাইপুর যুব ও ক্রীড়া সঙ্ঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের ভালাইপুর যুব ও ক্রীড়া সঙ্ঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বিকেল ৪টার দিকে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভালাইপুর মাঝেরপাড়া ও ইসলামপাড়ার মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া, সাংবাদিক সাইদুর রহমান, চিৎলা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান, যুবলীগ নেতা মুফাজ্জেল হক, ভালাইপুর যুব ও ক্রীড়া সঙ্ঘের নেতা কামরুজ্জামান, নাসির হোসেন, জহুরুল ইসলাম, রবিউল হক, আনারুল ইসলাম, হারুন রশিদ, আব্দুল আজিজ অভাবী, হাবিবুল্লাহ নোমান, রশিদুল ইসলাম, জুয়েল রানা, মিরোজ হোসেন, ইকরামুল হক, মনিরুজ্জামান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন কাবিল, সহকারী ছিলেন আসাদুজ্জামান ও ছমির আলী।