দর্শনায় ২৪ প্রহরব্যাপি মহানামযজ্ঞা চলছে

 

দেশমাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের কল্যাণ কামনায় গত বুধবার থেকে দর্শনার কেরুজ পূজা মন্দিরে শুরু হয়েছে ৬৪তম বার্ষিকীর ২৪ প্রহরব্যাপি সার্বজনীন শ্রী শ্রী তারকবহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ১ সেপ্টেম্বর রাত দশটায় শুভ অধিবাসের মধ্যদিয়ে এ নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এ মহানামযজ্ঞানুষ্ঠানে ছুটে আসেন। গত বুধবার বিকেলে দর্শনার কেরুজ পূজামন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠানে পরিদর্শনে যান চুয়াডাঙ্গা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। সাথে ছিলেন জগবন্ধু ধর, সহসম্পাদক কিশোর কুমার কুণ্ডু, দামুড়হুদা উপজেলার সম্পাদক উত্তম দেবনাথ, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বরুপ দাস, রতন কুমার লোধ, জেলা সদস্য সুধীর কুমার সান্তারা, হীরক সেনগুপ্ত প্রমুখ। -বিজ্ঞপ্তি।