চুয়াডাঙ্গায় ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গায় ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, ক্রীড়াবিদ ওয়ালীউল্লাহ সিদ্দিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপু, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ রুহুল আমিন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি রউফুনাহার রিনা, সদর উপজেলা শা.শি.শিস-এর সভাপতি ফজলুল হক লোটন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দীন প্রমুখ। উদ্বোধনী দিনে বালিকা কাবাডি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আলুকদিয়া রোমেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮০-৭৫ পয়েন্টে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা কাবাডিতে আলুকদিয়া রোমেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় চুয়াডাঙ্গা গ্রীন ফুডের পক্ষ থেকে খেলোয়াড়দের নাস্তা ও উপহার সামগ্রী প্রদান করেন নাসির আহাদ জোয়ার্দ্দার।
এদিকে বালক ফুটবলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে দামুড়হুদার হোগলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে ও জীবনগর হাসাদহ মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে আলমডাঙ্গা ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হয়ে শুভ সূচনা করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। গতকালের ফুটবল ও কাবাডি খেলাগুলো পরিচালনা করেন ইসলাম রকিব, ইকতিয়ার আহম্মেদ, হাফিজুর রহমান, সামসুন্নাহার শিলা, মাসুদুর রহমান খোকন ও রবিউল ইসলাম রবি।