অস্ট্রেলিয়া পৌঁছেই অনুশীলনে বাংলাদেশ দল

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার সাথে ড্রয়ের স্বস্তি নিয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে গিয়ে হালকা অনুশীলনও সেরে নিয়েছেন মামুনুল-জুয়েলরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়া থেকে রওনা দিয়ে অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় পার্থে পৌঁছায় মামুনুলরা।

আগামী ৩ সেপ্টেম্বর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্থেই ক্রাউন প্লাজা হোটেলে উঠেছেন মামুনুল-জুয়েলরা। অস্ট্রেলিয়া পৌঁছে খানিকটা অনুশীলনও সেরে নিয়েছেন সবাই। বাছাই পর্বের ‘বি’ গ্রুপে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সাথে ১-১ গোলে ড্র করে লোডভিক ডি ক্রুইফের দল। ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্রুপে সবার ওপরে আছে জর্ডান। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া।