স্টাফ রিপোর্টার: খাদ্যে বিষ প্রয়োগে দু শিশুকন্যাসহ মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য অভিযুক্তদের তরফে বলা হয়, মা তার দু সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছে। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার পাঁচুলিয়া গ্রামে গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে তাদের মৃত্যু হয়। খাদ্য বিষক্রিয়ায় মৃতরা হলেন- সলঙ্গা থানার পাঁচুলিয়া গ্রামের মৃত রানা সরকারের স্ত্রী আমিনা খাতুন (২৪) ও তার দু শিশুকন্যা নূপুর খাতুন (৬) ও ফাতেমা খাতুনের (৩)। এ ঘটনায় মৃত আমিনা খাতুনের ভাশুর শহীদুল ইসলাম ও দেবর মানিক শেখকে আটক করেছে সদর থানা পুলিশ।