রাঙ্গামাটিতে বিছিন্নতাবাদীসহ আটক ৩ জন রিমান্ডে

 

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটির রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সাথে জড়িত সন্দেহে আটক ৩ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। রাজস্থলী থানায় দায়ের করা দুটি মামলায় গতকাল রোববার বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় ৩ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ সন্ত্রাস দমন আইনের মামলায় পরবর্তীতে আবারো রিমান্ডের আবেদন জানাবে বলে জানিয়েছে আদালতের কোর্ট পরিদর্শক মোমিনুল ইসলাম। আদালত ১৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। গতকাল রোববার তাদের রাঙ্গামাটি আদালতে হাজির করা হয়। আটককৃতরা হলেন- মং সু অং মার্মা (৩৯) ও জো সো অং মার্মা (৪২)। তারা সিলগালা করে দেয়া বিলাশবহুল বাড়ির কেয়ারটেকার। এদিকে বিদেশি নাগরিক আইনের মামলায় আটক আরাকান আর্মির সহযোগী অংনু ইয়ান রাখাইন ও বাড়ির পলাতক মালিক ডা. রেনিন সুকে সন্ত্রাস দমন আইনের এ মামলায়ও গ্রেফতার দেখিয়ে অজ্ঞাত আরো বেশ কজনকে আসামি করা হয়েছে।