স্টাফ রিপোর্টার: মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া বৃদ্ধ মকছেদ ধনীর লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা নদীতে তল্লাশি চালিয়ে ঘটনার ২৫ ঘন্টা পর গতকাল শনিবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করেন। গতকালই বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আপেল মণ্ডলের ছেলে মকছেদ ধনী (৮০) বাড়ির নিকটবর্তী মাথাভাঙ্গা নদীতে গত শুক্রবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি নদীর স্রোতে ভেসে যান। এরপর থেকেই মকছেদ ধনীকে উদ্ধারের জন্য তার আত্মীয়স্বজন ও গ্রামবাসী চেষ্টা চালায়। কিন্তু সেদিন ব্যর্থ হয় সবাই। গতকাল শনিবার সকাল থেকেই ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেন। শেষমেশ গতকাল বেলা ১টার দিকে ডুবে যাওয়া স্থানের ২০ গজ দূর থেকে মকছেদ ধনীর লাশ উদ্ধার করা হয়। বিকেলেই তার দাফন সম্পন্ন হয় বলে গ্রামসূত্রে জানা গেছে।