উয়েফা ইউরোপা লিগে অ্যাথলেটিকোর কষ্টার্জিত জয়

মাথাভাঙ্গা মনিটর: উয়েফা ইউরোপা লিগে জিলিনার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলো অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-৩ গোলে পিছিয়ে থাকা অ্যাথলেটিকো ঘরের মাঠে ১-০ গোলে জয় পায় ফলে লেগে সমতা আসে ৩-৩ গোলে। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় জয়ের শেষ হাসি হাসে অ্যাথলেটিকো।

এদিকে ইউরোপা লিগে ওড ফুটবল ক্লাবকে ৭-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ব্রুশিয়া ডর্টমুন্ড। এছাড়াও জয় পেয়েছে এজাক্স। ব্রুএডেক্সের বিপক্ষে ১০ জন খেলোয়ার নিয়েও দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে তারা। বলা যায়, কোনো প্রকার অঘটন ছাড়াই উয়েফা ইউরোপা লিগের পরীক্ষায় প্রথমসারির ক্লাবগুলো পাশ করল।

Leave a comment