ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি : নিহত কমপক্ষে ১২

মাথাভাঙ্গা মনিটর: ভারত ও পাকিস্তানের সীমান্তে গোলাগুলিতে উভয় দেশের ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন ভারতের ও নয়জন পাকিস্তানের নাগরিক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, সকালে ভারতের জম্মু ও কাশ্মীরের আরএস পুরায় বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। প্রথমে ছোট অস্ত্র ব্যবহার করা হলেও পরে তারা ভারি গোলাবর্ষণ করে। এতে এক নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জবাব দিচ্ছে। এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিএসএফ’র মর্টার হামলায় পাকিস্তানের নয়জন বেসামরিক নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সকালে পাকিস্তানের শিয়ালকোটের চারওয়া, হারপাল, চাপড়ার ও সুচিতগড়ে এই হামলা চালানো হয়। এর আগে সাতজন নিহত হওয়ার কথা বলা হলেও পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতিতে ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।