মেহেরপুর অফিস: ২০১৫-২০১৬ অর্থ বছরের বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে বিভিন্ন ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কলাকৌশল সম্পর্কে একটি পর্যালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কমলেশ চন্দ্র সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া বিভাগীয় মহাব্যবস্থাপক সৈয়দ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জসমত আলী, কুষ্টিয়ার উপমহাব্যবস্থাপক মো. আব্দুস সামাদ ভুঁইয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থপক মুহা. শামসুল আলম ও কৃষি ব্যাংক গাংনী শাখার কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান।