মাথাভাঙ্গা মনিটর: কথিত জিহাদের নামে সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসে (ইসলামিক স্টেট) যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী বাঁচার জন্য করুণ আকুতি জানিয়েছেন। যুক্তরাজ্যের নাগরিক সুখী বেগম নামের এই নারী পাঁচ সন্তানসহ আইএস’র কবল থেকে পালিয়েছেন। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি যুক্তরাজ্যে ফিরতে চান। খবরে বলা হয়েছে, সুখী বেগম দীর্ঘ ১০ মাস আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল-বাব-এ বসবাস করছিলেন। তার দাবি, আইএস প্রকৃত অর্থে কোনো ইসলামী সংগঠন নয়। সুখী বেগম পরিবার নিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাস করতেন। তার তিন মেয়ে ও দু ছেলে।