দর্শনা অফিস: গ্রেফতারকৃত মাসুমকে মামলাসহ সোপর্দ করা হয়েছে আদালতে। দর্শনা হল্টস্টেশনপাড়ার মাসুমের বিরুদ্ধে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও বিজিবির নাম ভাঙিয়ে মাদক ও চোরাকারবারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরে। এছাড়া মাসুমের রয়েছে মাদকের রমরমা কারবারসহ হল্টস্টেশন এলাকায় কমপক্ষে ৫টি জোয়ার আসর বসানোর অভিযোগ।
গতপরশু শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা থানার এসআই শিকদার মনিরুল ইসলাম মনির গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে হল্টস্টেশনপাড়ার হুজুর আলীর ছেলে বিজিবি-পুলিশের কথিত টোল আদায়কারী মাসুমকে গ্রেফতার করেন। গতকালই মাসুমকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন আদালত।