দৌলতপুরে স্কুল কমিটি গঠন নিয়ে আ.লীগের দু গ্রুপের সংঘর্ষ : আহত ৬

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় আ.লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়। এ ঘটনায় সমাজসেবা কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দু রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী গ্রুপ ও হানিফপন্থি নামে পরিচিত সুমন গ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। বৃহস্পতিবার বিকেলে ওই ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শরিফ (৫০) শাহজাহান (৩৮) ও মিশন (২৪) আহত হয়। এরপর সুমন গ্রুপ মিছিল করার প্রস্তুতি নিলে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বি সুমন গ্রুপের পক্ষ অবলম্বন করার অভিযোগে হানিফ গ্রুপের লোকজন লাঞ্চিত করে।

উল্লেখ্য, ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৭টি পদে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a comment