চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ওপর সপ্তাব্যাপি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সম্পন্ন

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত সপ্তাব্যাপি প্রামাণ্য চলচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাহেলা খাতুন গার্লস একাডেমিতে প্রদর্শনীর মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের এ আয়োজন শেষ হয়। জাতীয় শোকদিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির আলোকে সপ্তাজুড়ে এ কর্মসূচির আওতায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রতিটি প্রদর্শনীতে জেলা তথ্য অফিসার মো. আবুবকর সিদ্দীক উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এছাড়া ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রদর্শনীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলচ্চিত্র উপভোগ ও বক্তব্য পেশ করেন। অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা কালেক্টরেট সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুল আলম হালিম ও রাহেলা খাতুন গার্লস একাডেমির পরিচালনা কমিটির সভাপতি শওকত আলী বিশ্বাস আলোচনাসভায় বক্তব্য রাখেন।-প্রেসবিজ্ঞপ্তি