অর্থ আত্মসাতের অভিযোগে মেহেরপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে আটক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর মোটা অঙ্কের টাকা কর্জ করে আত্মসাৎ করার অভিযোগে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বশির আহমেদের ছেলে মিনারুল ইসলামকে আটক হয়েছেন। মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার সামছুল ইসলামের ছেলে শাহিনের দায়ের করা মামলা মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

বাদীর দায়ের করা মামলার বিবরণে জানা যায়, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বশির আহমেদের ছেলে মিনারুল ইসলাম চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বাদীর নিকট থেকে নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে ৬ লাখ ৩৬ হাজার টাকা ঋণ করে। ওই টাকা শর্ত মোতাবেক বাদীকে ফেরত না দেয়ায় বাদী তার নামে মেহেরপুর আদালতে প্রতারণার মামলা করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার তাকে শহরের ফৌজদারিপাড়াস্থ বাড়ি থেকে আটক করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।