মহেশপুরে ইউনুস হত্যা মামলার ৩ আসামি আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইউনুস হত্যা মামলার ৩ জন আসামিকে আটক করেছে। থানা সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের ইউনুস আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামিরা হলো-ভোলাডাঙ্গা গ্রামের জাবেদ মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৫০), আলী আহম্মেদের ছেলে রাকিব উদ্দিন (৩৫) ও মালেকের স্ত্রী মমতাজ বেগম (৪০)। মহেশপুর থানার অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে গত রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামিদেরকে রিমান্ডের আবেদন করে গতকাল সোমবার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, তাদেরকে রিমান্ডে নিলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

Leave a comment