চুয়াডাঙ্গা সদর উপজেলা আন্তঃস্কুল মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ফুটবল খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, যুগ্মসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা শারীরিক শিক্ষক কমিটির কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, সদর উপজেলা কমিটির সভাপতি ফজলুল হক লোটন, উপজেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর সোহেল আহম্মেদ প্রমুখ। উদ্বোধনী দিনে বালক বিভাগের ৩টি খেলা অনুষ্ঠিত হয়। নকআউট ভিত্তিক এ খেলায় কাথুলী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা একাডেমি ও নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে। গতকালের খেলাগুলো পরিচালনা করেন ইকতিয়ার আহম্মেদ, নাজমুল হক শান্তি, শহিদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান ও আব্দুল মালেক।

Leave a comment