স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী আটক

মেহেরপুর সদর থানা পুলিশের দামুড়হুদা কাপার্সডাঙ্গায় অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অস্ত্র ও চোরাই মোটরসাইকেল ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাকে আটক করেছে পুলিশ। একই সাথে তার আপন ছোট ভাই সানোয়ার হোসেনকেও আটক করা হয়েছে। শুক্রবার রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি মোতাবেক গ্রামে তল্লাশি চালিয়ে বিভিন্ন সময়ে চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আটক সিরাজুল ইসলাম সিরা দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ ওরফে মজিদ নেড়ার ছেলে।

মেহেরপুর থানার এসআই রফিক জানান, বাজাজ ডিসকভার (ঝিনাইদহ-এ-১২-১০৯২) মোটরসাইকেলের মালিক মেহেরপুর শহরের মোস্তাফিজুর রহমান সজিবের একটি মোটরসাইকেল চুরির মামলার সূত্র ধরে কানাইডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরা ও তার সহযোগী আপন ছোট ভাই সানোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই গ্রামে অভিযান চালিয়ে চোরাই ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব মাথাভাঙ্গাকে জানান, আটক সিরাজুল ইসলাম সিরা ও সানোয়ার হোসেনকে আজ রোববার আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানান, সিরা মেম্বার দীর্ঘ ২৫ বছর ধরে অবৈধ অস্ত্র ও চোরাই মোটরসাইকেল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গায় থাকা আরো ৪টি মোটরসাইকেলের খোঁজ দিয়েছে সে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

Leave a comment