হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: আজ রোববার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। সকাল ৮-৩৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। আজ দুপুর ও রাতে ছেড়ে যাবে আরও দুটি ফ্লাইট। আশকোনা হজ ক্যাম্পে ইতোমধ্যে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজ ফ্লাইটের প্রস্তুতিও চূড়ান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন।

বিমান সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ বছর হজ  ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার হজযাত্রী হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। এসব হজযাত্রীর ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পারাপারের জন্য বিমান ইতোমধ্যেই নিজস্ব সুপরিসর বোয়িং ৭৭৭ উড়োজাহাজ প্রস্তুত রেখেছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী পবিত্র ভূমিতে যাবেন।

বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন জানান, বাংলাদেশ থেকে প্রায় এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট দু হাজার ৬০০ জন, অবশিষ্ট ৯৯ হাজার ১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এ বছর বিমানের ফ্লাইটে যাবেন মোট দু হাজার ৫৭৫ জন হজযাত্রী, অবশিষ্ট ৪৮ হাজার ৪২৫ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।