দর্শনা আইসি ইনচার্জ মিজানের বদলি : নবাগত ইনচার্জ ফেরদৌসের যোগদান

 

দর্শনা অফিস: এক টানা আড়াই বছর দায়িত্বপালন শেষে বদলি হলেন দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান। মিজানকে বদলি করা হয়েছে ঢাকা উত্তরা পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএম)। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি দর্শনা আইসি ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন মিজানুর রহমান। গত ৪ আগস্ট তিনি বদলি হন। ৮ আগস্ট এএসআই সিরাজুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন এসআই মিজানুর রহমান। আগামী ১৮ আগস্ট মিজানুর রহমান তার কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন। এদিকে দর্শনায় নবাগত আইসি ইনচার্জ হিসেবে যোগদান করেছেন এসআই ফেরদৌস ওয়াহিদ। তিনি চুয়াডাঙ্গা সদর থানা থেকে বদলি হয়ে গতকাল শনিবার দর্শনায় যোগদান করেছেন।

Leave a comment