ঝিনাইদহে ম্যাটস ও আইএসটির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কার : একজনের দণ্ড

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ম্যাটস ও আইএসটি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুধু তাই নয় পরীক্ষার হল থেকে উত্তরপত্রসহ পালিয়ে গেছে একজন ভুয়া পরীক্ষার্থী। মোবাইলফোন রাখার অপরাধে ১৫ জন ছাত্র-ছাত্রীকে প্রায় একঘণ্টা তালা বন্ধ করে রাখা হয়। তাদের পরীক্ষা থেকে ১৫ বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ১০ জন ছাত্র ও ৫ জন ছাত্রী রয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনার সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার শেষ সময়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) ঝিনাইদহের ছাত্রলীগ সভাপতি মুহাইমিনুল ইসলাম লিয়নকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাময়িকভাবে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার এ আটকের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা আইএসটির প্রশাসনিক ভবনের গেটে অবস্থান গ্রহণ করে আটক নেতার মুক্তি জন্য দাবি জানাতে থাকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ৱ্যাব ঘটনাস্থলে ছুটে যায়। পরে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক বশির আহম্মেদ জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে দুজনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয়। এদের মধ্যে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত ব্যক্তি জেলার হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য বিভাগের অফিস সহকারী মো. হিটলার হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে লিখিতভাবে জানানো হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালত সূত্র জানায়, দণ্ডিত ব্যক্তির বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে। তিনি ডেপুটেশনে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঝিনাইদহের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় আটক শওকত নামের এক কিশোরকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান আদালত সূত্রটি।