আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া-হাসাদাহ সড়কে মিস্ত্রিপাড়া ভৈরব নদীর ওপর আরসিসি গার্ডার ব্রিজ পুনর্নির্মাণে ধীরগতির কারণে ঝুঁকিপূর্ণ বাইপাস সড়ক পথ দিয়ে যাতাযাতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। জনগুরুত্বপূর্ণ বাইপাস সড়কে মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যানসহ পথচারীদের পারাপারে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়া-হাসাদহ সড়কে মিস্ত্রিপাড়া ভৈরব নদীর ওপর আরসিসি গার্ডার ব্রিজ পুনর্নির্মাণ কাজের উদ্ধোধন করেন গত ২২ জানুয়ারি চুয়াডাঙ্গা-২ জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। যার প্রক্কালিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৩২ হাজার ৪শ ৭১ টাকা ৬০ পয়সা। গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করার আগে নদীতে বাঁশের সাঁকোর ওপর সরু টিনের পাড়নি দিয়ে যেনতেনভাবে বাইপাস সড়ক নির্মাণ করা হয়। যেনতেনভাবে নির্মিত সরু সাঁকোটি জীর্ণশীর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাইপাস সড়কের ওপর দিয়ে ৬ মাস যাবত ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। ভারী মালামাল নদীর দু পাড়ে ভ্যানে আনলোড করে ঝুঁকি নিয়ে পারাপার করছে। ৮নং ওয়ার্ড মেম্বার শেখ মাফিজুর রহমান ও নিশ্চিন্তপুর গ্রামের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জিয়াসহ অনেকে বলেন, জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে কুলতলা, নিশ্চিন্তপুর, মোক্তারপুর, মিনাজপুর, বাঁকা, কাটাপোল, পুরন্দপুর, বালিহুদা, হাসাদহসহ ২০টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে আসছেন।